আমার গাঁয়ের বাড়ি ভীষণ কাছে
মনের যেথায় ময়ূর নাচে।
সেই মেঠো পথ,বর্ষায় হয় কর্দমাক্ত,
অন্ধকারে জ্বলে জোনাকির আলো।
সেথায় অনেক লোক আছে…
নানান ভাবে জীবন গড়ে,
নানান ভাষায় হিসেব কষে।
সবুজে ঘেরা অরণ্য,ধানের কচি শিস,
শিশিরে ভেজা ঘাস,প্রস্ফুটিত আলো-
বিহঙ্গের গুঞ্জনে হয় সকলের মন ভালো।
উৎসবে জাগে সকল পাড়া,আনন্দে হয় মাতোয়ারা
দিনশেষে সকলের চোখেই জ্বল জ্বল করে ভালবাসার আলো,
আমার গাঁয়ের বাড়ি ঠিক এমনই যেন থাকে ভালো।