ভালোবাসা সে তো এক দুর্লভ ধন
মেলে না সহজে।
মন মিললেও আজ আর ভালোবাসা মিলে না-
চলে নানান হিসেব-নিকেশ,
সমাজে পদমর্যাদার বার বৃদ্ধি।
অবক্ষয়িত সমাজে ভালোবাসা আজ মূল্যহীন
স্বার্থপরতা,লালসতা'র ছায়া নেমে আছে জগতে।
দু'চোখের স্বপ্নও হারিয়ে যাচ্ছে বিষন্নতায়!
ভালোবাসা সে তো এক দুর্লভ ধন
কেবলই শোনা যায় প্রিয় হারা কবির ছন্দে।