এবার আমি একটা লম্বা ছুটি নেবো
তোমার কাছে থেকে,তাঁর কাছে থেকে,সবার কাছে থেকে,
কোনো এক সন্ধ্যার গোধূলী লগ্নে যাত্রা শুরু করবো
অজানা দীর্ঘ পথের ক্রমশ দৃশ্যমান প্রান্তরে।
ফিরে আসব অনেক দেরিতে
হয়তো বা পরজন্মে।

যেদিন ভালো মানুষ হবো
যেদিন সবার কথায় নাচতে পারবো আনমনে নিঃসংকচে,
যেদিন খুঁজে পাবো জীবনের ছন্দ,পরম তৃপ্ত!
সেদিন তাঁরা খসে পড়ে আসবে মাটিতে
ছুটি কাটিয়ে এসে আমি'ই তাঁকে আগলে রাখব
আমার কাছে সজ্ঞানে।