আজই এই বিদায় বেলায়
সবার আঁখি পাতে ঝরে অশ্রু।
জীবনের সর্বক্ষণ যারা উজাড় করেছিল
তাদের শিক্ষা,নত মস্তকে…
তাদেরও দু'নয়ন ছলছল করছে।
যারা এসেছিল শৈশবে দু'চোখ ভরা স্বপ্ন নিয়ে…
আজ তাদের এই বিদায়ের ক্ষনে তারাও বাকরুদ্ধ!
হয়তো তারা ফিরবে না সেই পুরনো ক্লাসরুমে,
আর গাইবে না ক্লাস ফাঁকি দেওয়ার গান…
তবুও তাদের হৃদয়ে রবে যেন মাতৃহারা প্রাণ।
জানি বিদায় কষ্টের তবুও বাস্তবতার মায়াজাল
ঘিরে ধরেছে সকল'কে এক আধ্যাত্মিক মায়ায়।
হঠাৎই এক আঁধার নেমে এলো শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে,
আজ তাদের প্রিয় শিক্ষার্থীদের বিদায়।
তাদের শিক্ষা পাথেয় করে তারা পাড়ি দিবে দূর দূরান্তে…
অন্ধকার ঘুচিয়ে জ্বালবে আলো,
কভু শিক্ষকের মান হবে না কালো।
তবুও আজ বিদায়ের ক্ষনে সর্বহৃদয় ভারাক্রান্ত
এক অপূরণীয় অগাধ ভালোবাসার ছন্দ পতন।
                      
তুমি আমি আর সকল বন্ধু-বান্ধবগণ
মোদের শৈশবের স্কুল হতে নিচ্ছি আজ বিদায়।
কভু আর আসবো'নাকো স্কুলের এই দ্বারে
হেথায় ছিল মোদের নিত্য আনাগোনা,নিত্য
বন্ধুবান্ধবদের মেলা আর কত'ই না খেলা।
আজ বিদায়!বিদায়ের এই ক্ষণে-
দু'নয়ন ভরে যায় বিরহের জলে।
শপথ করি আজ মোদের গুরুজনের সনে।
তাদের দেখানো পথে হাঁটবো মোরা
দু'দিনের এই মায়াঘেরা জীবনের মাঝে।
তবে আজ নিচ্ছি বিদায়…
পরজন্মে আবারও আসবো ফিরে ছাত্র হয়ে
মায়া ঘেরা এই বিদ্যালয়ে দ্বারে।