গ্রীষ্ম,বর্ষা,শরৎ,হেমন্ত…
একে একে আসে বসন্ত।
এ বসন্তের বড়ই তাড়া
কালের নিয়মে সময়ে সময়ে দেয় সাড়া।

আজ বিদায় বসন্তের-
ঝরা পাতায় কবি খুঁজে পেয়েছে তার ছন্দ!
অন্তহীন কাল'যাত্রায় রবে যুগের নানান স্মৃতি-
কখনো মূর্ছা যাবে না প্রকৃতির এই নীতি।

আজই বিদায় বসন্তে…
উন্মোচিত হোক শত শত ভালোবাসার ফুল!
বসন্তের মাতোয়ারা পাখিদের কন্ঠে-
আর গুঞ্জরিত হবে না কোন কূল।