গভীর রাত এখন
হৃদয় ব্যাকুল ভাবে অস্থির হইয়াছে-
তোমায় দেখব বলে।
নিস্তব্ধতায় নিমগ্ন এই সন্ধ্যা বাসর
যার বিস্তৃত পথ মিশেছে দিগন্ত রেখায়…
বেজে উঠেছে প্রনয়ের বাঁশি,
চলো তুমি আর আমি স্বপনে ভাসি।
পরস্পর পরস্পরের এত কাছাকাছি রয়েছি
মোর দু'নয়ন যে শুধু তোমায় চেয়ে রয়।
গোপন প্রেমে একে অপরকে-
আবৃত করে রেখেছিলাম বহু যুগ ধরে।
তবুও মনে দ্বিধা জাগছে বারংবার,
এটাই কি তোমার আমার শেষ অভিপ্রায়।
নাকি ক্ষয়িষ্ণুতম মিলনে মিলবো মোরা
জীবনের মাঝপথে যাদের হবে বিচ্ছেদ।
দুঃস্বপ্নের মতো তুমি ঘুরে ফিরে আসো
আমার এক জীবনে শত শতবার।
মিথ্যা দো'টানা স্বপ্ন নিয়ে আমি বেঁচে আছি
আঁধারে ঘেরা জগতের মাঝে।
যদি তোমার অস্থির মনে ফুটে ওঠে-
ভালোবাসার ব্যাকুলতা,বাসনা,
তবে এই আঁধারে জাগিয়ে তোলো আমাকে
পূর্ণ করো তব ভালোবাসার অভিঘাতে।