অন্ধকার আজ দূরীভূত হয়েছে
মরুদ্যান হয়েছে স্বর্গধাম!
মৃতপ্রায় ভূমি পেয়েছে বাঁচার আশ্বাস-
জন্মেছে নতুন গাছ,
অবিরত ফুটছে ফুল
চারিদিকে তাঁরই সুগন্ধে মেতেছে যুগের শিশুকূল।
আলোর পথে জাগ্রত হয়েছে মনুষ্য শিক্ষা
আধ্যাত্মিকতায় মিলেছে অন্ধকার জগতে এই ভিক্ষা!
উল্লাসিত আজ নবীন থেকে প্রবীণ,
কেউই ভুলবো না তোমার এই ঋণ।
যুগের পর যুগ শিক্ষা আনবে উজ্জ্বল মুখ,
হেথায় জন্মাবে মনুষ্যত্বের সুগন্ধি বৃক্ষ-ফুল।
সকলে এসো!আলোর পথে জড়ো করি শিক্ষা-
জগতে সকলকে দিব নির্দ্বিধায় সেই ভিক্ষা।
পথে আরোও অনেক সাথী হবে,
আলোর পথে সর্বদা সত্যের জয় হবে।
একদিন দেখবে গোটা জগত,মায়ের এই বাড়িতে-
আলো জ্বেলে তুলেছে অবিরত সহস্র সন্তানেরা।