বাবা মানেই জীবন-বৃক্ষ,
যিনি তাঁর সন্তানদের জীবনভর ছায়াপ্রদান করে।

বাবা মানেই হাজারও আবদার
যিনি তাঁর কর্তব্য অবিচল থাকেন অবিরত।

বাবা মানেই জীবন-সূর্য,
যিনি সন্তানের জীবন-পথে আলো জ্বালেন সর্বত্রই।

বাবা মানেই জ্বলন্ত অগ্নিকুণ্ড!
বারুদের মতো উসখুস করে জ্বলে উঠে সন্তানের প্রত্যাশা পূরণে।

বাবা মানেই ত্যাগী,মস্ত বড় একটা ছাদ-
যার ছায়াতলে বাকি রয় না কোনো হৃদয়ের আবদার।

বাবা মানেই হৃদয়বান,পরিশ্রমী!
যিনি নিজের জন্য স্বপ্ন দেখে না কখনো।

বাবা মানেই অপ্রকাশিত ভালোবাসার স্বর্গ!
সকল সুখ প্রদানকারী কল্পবৃক্ষ।