আলোর পথে হাঁটছি মোরা
যাদের উপর ভর করে,
তারা জীবনভর জ্বালিয়ে রাখেন নিজেকে
মোদের শিক্ষা প্রদানে।

জ্ঞানের আলো বিকশিত হয়েছে
হৃদয় হয়েছে প্রস্ফুটিত।
শিক্ষার আলোয় মুড়ে দিচ্ছে এ জগত-
নিঃস্বার্থভাবে হয়ে অগ্নিশিখার দগ্ধ অগ্নিকুণ্ড।

তব জ্ঞানের আলোয় জ্বালব প্রদীপ,ছড়াবো সুবাস
তোমার শব্দ নিয়ে করবো খেলা
গড়বো নতুন ইতিহাস!
জানি তুমি করবে না মোদের উপর পরিহাস।
        
তোমার দেখানো পথে হাটবো মোরা
দেখবে এবার জগৎবাসী,যতই আসুক ঝড়ঝাপটা
করব মোরা জগৎ জয়।

তব নিবেদিত অসীম জ্ঞান,
তব বিবেকবান বাণী,রয়ে যাবে স্মরণে-
এ এক আদর্শ শিক্ষা মোরা মানি।

তুমি মোদের জ্ঞানদাতা,
তুমি বহুরূপী চিত্রময় চারণ কবি।
তোমার শিক্ষা ধারণ করে
গড়বো সমাজের নতুন ছবি।

জাগ্রত হোক শিক্ষক নামের মহিমা
প্রসারিত হোক সকল শিক্ষার্থীর অন্তরে।
এমন গুরু পেয়েছি মোরা যার চেতনায়
জ্বালব শিক্ষার প্রদীপ সমাজের সকল ঘরে ঘরে।