তোমাকে ভালোবাসি বলে,
কাজল টানা ঐ চোখে,
চোখ রাখতে পারিনে।।

তোমায় ভালোবাসি বলে,
দিন কাটে আমার,
তোমার স্বপ্ন দেখে।।

তোমায় ভালোবাসি বলে,
ভাসি আমি,
বধু তোমার মধুর হাসিতে।।

তোমায় ভালোবাসি বলে,
ভীতু আমি,
তাই তোমার নয়নে চাইতে পারিনে।।

তোমায় ভালোবাসি বলে,
মানি আমি,
অভিমান করতে গেছি ভূলে।।

তোমায় ভালোবাসি বলেই,
নিশ্ব আমি,
ভালোবাসি বলতে পারিনে।।