ক্লান্তি হীন হেটে চলেছি যুগ যুগ ধরে,
সত্যিকারের এক টুকরো ভালোবাসার খোঁজে।
হিমালয় থেকে আল্পাসের চূড়ায়,
সিরিয়ার যুদ্ধ ক্ষেত্র থেকে আলজিরিয়ায়।
বঙ্গোপোসাগর থেকে ভূমধ্যসাগর,
আটাকামা থেকে সাহারার মরু প্রান্তর।
তৃণক্ষেত্র সাভানা থেকে সেলভা,
মিসিসিপি-অ্যামাজন হয়ে গঙ্গা।
হরোপ্পা মহেঞ্জোদাড়ো হয়ে মায়ান সভ্যতা,
তাজমহল থেকে মিশরের পিরামিড চূড়া।
মাঠ ঘাট কিম্বা বসতি হীন প্রান্তর,
অসংখ্য ছোট বড়ো গ্রাম-শহর-নগর।।
কখনো হইনি ক্লান্ত ,
দুরন্ত ঝড়ের দাপটে।
তপ্ত মরুর ধুলি বাতাসে,
বিষাক্ত কীটের দংশনে।
সুনামির জলোচ্ছ্বাসে,
আর পাহাড়ি নদীর খর স্রোতে।।
আমি ঘুরেছি শুধুই ক্লান্তি বিহীন,
একবিন্দু ভালোবাসার খোঁজে,
এক নারী থেকে অন্য নারীতে,
এক দেহ থেকে অন্য দেহে,
এক মন থেকে অন্য মনে,
এক জন্ম থেকে অন্য জন্মে।
তবু ক্লান্ত হইনি কভু,
আমরা ক্লান্ত হই না।