আমি এতটাই স্বার্থপর যে,
আমার কখনোই মনে হয়না,
তুমি আমার ভাগ্যে ছিলেনা।  
বরং এটাই মনে হয়,
আমাকে তোমার চাওয়ার মধ্যে,
ঘাটতি ছিল বিস্তর।

আমি বিশ্বাস করি,
আজও,
"এভরিথিং ইজ পসিবল"।
আমি বিশ্বাস করি,
আজও,
"আগর কিসি চিজকো দিলসে চাহো, তো পুরি কায়নাত উসে তুমসে মিলানেকে কৌশিস মে লাগ জাতি হে "।
ভাবি এসব যখন,  
বুকের অতল গভীর থেকে,
একটা কালবৈশাখী দীর্ঘশ্বাস বেরিয়ে আসে।
কি চেষ্টা করেছিলে তুমি!
সবই তো ছিল সাজানো নাটক।    

যেদিন তুমি চলে গেছ,
সেদিন থেকেই আমি শিকড় ছাড়া বৃক্ষ,
কখনোই মিলন না হওয়া রেল লাইন।
মন বসে না আর কোন কিছুতে,  
ভালোলাগার যা কিছুই সবই ছিল,
তোমাকে ঘিরে।
তোমার সাথেই হারিয়ে গেছে সব,
যা কিছু দেখছো আজ,
সবই মৃত লাস।    

একে একে ছেড়েছি সব,
পছন্দের পড়া বই,  
রোমান্টিক সিনেমা,
কবিতা লেখা,  
বন্ধুদের সাথে মন খুলে কথা বলা,
এমনকি নিয়মিত শরীরচর্চা।

সকালের গোধূলি যে কতকাল দেখিনি,
সন্ধ্যার শীতল হাওয়া যে কতকাল গায়ে মাখিনি।
জানিনা,
আজকাল কিছুরই হিসাব থাকে না।

তুমি চলে যাওয়ার পরেই বোধহয়,
বেশী ভালোবেসেছি তোমায়।
কি জানি!
হতেও পারে,
নাও পারে।
সমস্ত কিছুই তলিয়ে যায়,
সমুদ্রের নীলিমায়,
আর স্মৃতির অতলে।
তবু তুমি থেকে যাও,
তোমার না থাকা জুড়ে।