প্রেমিক হতে খুব ইচ্ছে হয়,
হ্যাঁ, প্রেমিক হতে।
জুলিয়েটের রোমিওর মতো প্রেমিক,
ক্লিওপেট্রার এন্টনির মতো প্রেমিক।
হেলেনের প্যারিসের মতো প্রেমিক,
লায়লার মজনুর মতো প্রেমিক।
মুমতাজের শাহাজাহানের মতো প্রেমিক,
ফ্রান্সেসকার পাউলোর মতো প্রেমিক।
আনারকলির সেলিমের মতো প্রেমিক,
আর শ্রীরাধিকার কৃষ্ণের মতো প্রেমিক।।
মনে হয় তোমারই জন্য বেচে থাকা,
তোমারই জন্যই প্রেমের অঙ্কুরের অপেক্ষা।
একদিন প্রেম হবে গাছ-দেবে ছায়া,
প্রেমের বৃক্ষ তলে থাকবে তোমার শীতল মায়া।
আজও শুকিয়ে যায়নি বীজ ভ্রুনে,
তীব্র তাপ দহে প্রেমের জন্যই বেচে থাকা কোনো রকমে।
এসেছে যবন,
এসেছে মুঘল,
এসেছে ফরাসী,
এসেছে ফিরিঙ্গি।
কত এসেছে ঘূর্ণি হাওয়া,
কত এসেছে তুফান,
আর নোনা জলের বন্যা।
তবুও ভেসে যায়নি জল স্রোতে,
তবুও বিনষ্ট হয়নি সে অঙ্কুরে।
জানি তুমি আসবে বলেই কোনমতে শিকড় আগলে রাখা।
তুমি ছাড়া বৃথা আমার জন্ম জন্মান্তরের প্রেমিক সত্তা।।
তুমি আসবে যখন,
প্রথম দেখাতেই তোমার প্রেমে পড়ব,
জুলিয়েটের মতন।
আন্টনির মত তোমার মৃত্যু সংবাদে,
যুদ্ধ ক্ষেত্রে ফেলে দেব অস্ত্র।
প্যারিসের মতো ট্রয় নগরী ধংস করে দেব,
এক নিমেষে,
রক্তপাতের নতুন ইতিহাস গড়ে দেব।
পুরো ভারতকে নিঃস্ব করে,
তোমার জন্য বানাবো তাজমহল।
পাউলোর মত মরব একসাথে,
কোনো এক ধারালো তরোয়ালে।
আমি আনারকলিকে,
জীবন্ত কবরে নয়,
আনারকলির সাথে স্বর্গে দেব পাড়ি।
আমি প্রেমের ইতিহাস লিখবো,
শুধুই তোমার প্রেমিক হবো।
হাজার হাজার প্রেমিকের হত্যাকারী,
ঔরঙ্গজেবকে হত্যা করবো।
আমি পদ্মাবতীর রতন সিং হবো,
আলাউদ্দিনের শিরোচ্ছেদে,
নতুন পদ্মাবত লিখবো।
আমি তোমার প্রেমিক হবো,
বেলা ভূমির ঝিনুক কুড়াবো।
নদীর তীরে ঘর বাধবো,
একসাথে বুড়ো হবো,
একসাথে মরবো,
আমি তোমার প্রেমের ইতিহাস হবো।