ওগো কাজল চোঁখের মেয়ে,
ঐ মন চাই ;দেবে!
ঐ নয়ন চাই ;দেবে!
তোমার মিস্টি মুখের দুস্টু হাসি চাই,
তোমার বাকা নয়নের গভীর মায়া চাই।
তোমার নিটোল গালের চপোল ঢেউ চাই,
তোমার কালো চুলের এলো খোঁপা চাই।
তোমার চঞ্চল পায়ের উচ্ছ্বল ছন্দ চাই,
তোমার মধুর কথার মাতাল হাড়িয়া চাই।
তোমার নিখাদ প্রেমের বন্য ভালোবাসা চাই,
তোমার বিষাদ চেয়ে অনন্ত সুখ দিতে চাই।।
আরো চাই রাঙা ঠোঁটের শীতল ছোয়া,
হৃদয়ে রাখা গোপন গোপন কথা।
নীল শাড়ির নীলাভ ছায়া,
রঙিন টিপে কপাল আকাঁ।
কালো কাজলের বন্যতা,
আর মেহেদী রাঙা কোমলতা।।
দুখ চাই,
কস্ট চাই।
অভিমান চাই,
অনুরাগ চাই।
অনুভব চাই,
অনুভূতি চাই।
আরো চাই একান্ত এক বিষাদ।।
ছলছল চোখের জল চাই,
বুকের উপরে মাথা চাই।
নরম হাতের স্পর্শ চাই,
আচল ভেজা স্নেহ চাই।।
না পাওয়ার বেদনা চাই,
পাওয়ার আনন্দ চাই।
প্রেমের সোহাগ চাই,
বিরহের কাটা চাই।।
সঞ্জীবনী ভালোবাসা চাই,
শীতল শান্তি মৃত্যু চাই।
ওগো কাজল চোঁখের মেয়ে,
ঐ মন চাই ;দেবে!
ঐ নয়ন চাই ;দেবে!