আমি জানি প্রিয়,
তোমার হৃদয়ের কোনো কোন এক কোণে,
আজও আমার বসত ঘর,
আমার নিস আমার হ্যাবিটেট।
সেখানে আমি রোজ কাটি সাতার,
তোমার মন মন্দিরের ভাঙ্গা আয়নায়,
আজও ভাসে আমার আবছা প্রতিকৃতি।
সেখানে তুমি আমি যতটা কাছে আসি,
ততটাই দূরত্ব দুঃস্বপ্নের মত গ্রাস করে আমাদের।
তবুও আছি তোমার মনের ভিতরে,
অদৃশ্যতার অন্ধকারে ঢাকা চাদরে।
তুমিও জানো প্রিয়,
আমার হৃদয়ের পুরোটা জুড়েই তুমি,
শুধুই তুমি।
আমার ভিতরের রক্তস্রোত উথাল পাথাল,
আজও ঢেউ খেলে নোনা বালি চরে।
আজও খুলে রেখেছি যে দ্বার,
পরিবর্তনের দমকা ঝড়েও,
আগলে রেখেছি তোমার ফেরার পথ,
বন্ধ হতে দিইনি এখনো কপাট,
সেই যবে হয়েছিল প্রেম,
তবে থেকে আজীবন!
ছেড়ে যেদিন গেছিলে আমায়,
সেদিন থেকে আজও তোমার পথ চেয়ে বসে আছি,
এটা জেনেও যে তোমার পক্ষে,
কখনোই ফিরে আসা সম্ভব নয়।
তুমি অভিমানী,
তুমি নতুন স্বপ্নে বিভোর,
কোনো এক পুরুষের স্বপ্নের রাণী।
তবুও প্রতিক্ষারা বাঁচে আশায়,
সুদিন আসবে জানি,
অনন্ত প্রেম,
অনন্ত কালের ভালোবাসা,
হৃদয়ের গোপন ব্যথা ভূলিয়ে দেবে একদিন।
তোমার-ও একদিন,
আমার অভাব হবে হয়তো,
ভীষণ অভাব।
একজন সত্যি কারের সঙ্গীর অভাব,
একজন সত্যি কারের ভালোবাসার মানুষের অভাব।
তাই,
প্রেম থাকুক আজ হৃদয়ের গভীরে,
ঘুমিয়ে থাকুক প্রেম শিশুর মতো,
আমাদের ভালোবাসার রাজপ্রাসাদে।
ভূলে যাক প্রেম বিষাদময় স্মৃতি,
হারিয়ে যাক হৃদয়ের সব ব্যথা ,
প্রশান্ত মহাসাগরে অশান্ত ঢেউয়ে,
বেচে থাকুক ভালোবাসা,
প্রাপ্তি আর অপ্রাপ্তিতে,
ভালো থাকুক ভালোবাসা,
ভালোবাসাতে.....