এখন রাত্রি নিস্তব্ধ,
পাখির কিচিরমিচির নেই।
মানুষে মানুষে ঝগড়া নেই,
জোনাকিরাও ঘুমিয়ে পড়েছে,
রাতের পেচা,
সেও ঝিময়।
এই নিস্তব্ধতা,
আর নিঃসঙ্গতা,
আমার বড়ো ভালো লাগে।

ঘুম পায় অনেক,
কিন্তু ইচ্ছে করে না ঘুমাতে।
চোখের পাতা টেনে ধরে রাখি,
চিমটি কাটি সজোরে,
ঝাপসাটে চোখে,
আবছা দেখি।
তবুও নিদ্রাহীন থাকতে চাই আমি রাত্রি ।

ঘুমের ঘোরে দেখা দুঃস্বপ্ন গুলো,
ঘুমের মধ্যে আসে দানবের মতো।
তস্ন নস্ন করে দেয়,
স্বপ্নের সুন্দরতা।
ভেঙে চুরে খান খান করে দেয়,
আমার কোষের নিউক্লিয়াস।
আমার শান্তির নিদ্রা,
বদলে যায় ভয়াবহতায়,
আর আমার অসহায়তায়।

নিদ্রা ভঙ্গ হয়,
আবার জেগে উঠি,
আবার ধাতস্থ হই।
আবার ঘুম রূপি মৃত্যু,
আমাকে নিয়ে যায়,
অতীতে....