সেই কবে গেছো চলে,
একটিবার-ও নাওনি খোঁজ।
তোমার কথা ভেবে আমি,
রাত্রি জাগি রোজ।।
প্রথম যেদিন দেখেছিলাম,
নীল শাড়ির ভাজ।
তখন থেকেই বুঝেছিলাম,
তোমাতে হারাবো আমার সব।।
চোখের পাতায় কাজল মাখা,
ঠোঁটে রাঙা হাসির রেখা।
ছাড়া চুলে সেদিন তুমি,
ভেঙে ছিলে আমার যত বাধা ।।
সব দিয়েছি, তোমায় আমি
যা ছিল তনু মন।
সব নিয়ে গেছো ছেড়ে,
এখন আমি নির্জন।।
সব ভুলেছি কষ্ট আমার,
যতটুকু ছিল ব্যথা।
এখন শুধু মনে পড়ে,
তোমার বলা মিস্টি মিস্টি কথা।।
তোমার রুপে ঝলসে গিয়ে,
পেয়েছি আমি কষ্ট।
বাচব বলে স্বপ্ন দেখে,
জীবন হয়েছে আজ নষ্ট।।
ফাগুন মাসে চৈতে হাওয়া,
দুই ফোটা বৃষ্টি পেলে মাপ।
আম মুকুলের গন্ধে আমি,
খুঁজি তোমার শরিরী উত্তাপ।।
চৈত্র সেলের বাজারেতেও,
শূন্য থাকে ব্যাগ।
নজর কাড়ে সুন্দরী এক,
শপিং মলের স্টাফ।।
পাঠ্য বই আর লেকচারেতে,
বিরক্ত হয় রোজ।
তবুও সুন্দরী ছাত্রী আমার,
মনের খবর নিতে চায় রোজ।।
রাত পাহারার নামে আমি,
উল্টে চলি খাতা।
পাশের বাড়ির বৌদিমনি,
ছুতো দিয়ে করতে চায় দেখা।।
তবুও আমার বুকের ভেতর,
মন কেমনেরা দেয়না সাড়া।
তবুও তুমি আসোনা ফিরে- সূর্যদয়ের আগে,
এটাই আমার একমাত্র যন্ত্রণা।।