আমার চোখের জলে যে নোনতা বিষাদ আছে;
তার চেয়ে বেশি কষ্ট নেই অথৈ সাগরের।
আমার ফুসফুসে যে দীর্ঘ  নিশ্বাস জমে আছে ;
তার চেয়ে বেশী ভয়াবহতা নেই কালবৈশাখের।।

আমার বুকের ভিতরে যে স্বপ্ন আছে ;
তার চেয়ে বেশি উদ্যমতা নেই গোধূলির হলদে আলোকে।
আমার মনের ভিতরে যে কালো মেঘ আছে;
তার চেয়ে বেশি অন্ধকার নেই অমাবস্যা রাতে।।

আমার নিঃসঙ্গতায় যে একাকিত্ব আছে ;
তার চেয়ে বেশী স্তব্ধতা নেই গহন অরণ্যে।
আমার হৃদয়ে যতগুলো টুকরো আছে ;
তার চেয়ে বেশি ফাটল নেই পৃথিবীর অভ্যন্তরে।।

আমার ভিতরে যে তুমি আছো;
তার চেয়ে বেশি সুন্দরতা নেই নৈনিতালের ।।