অনন্ত কাল হেটে যাবো তোমার হাত ধরে,
দুজনে মিলে একসাথে অজানা গন্তব্যে।
সৈকতে হঠাৎ ছুটে আসা ঢেউ কাটাবো একলাফে।
তোমার সাথে চলা,
তোমার সাথে কথা বলা,
তোমার আবেগে ভাসা,
তোমার নয়নে নয়ন রেখে হারিয়ে যাওয়া,
অনন্ত কাল ধরে চলতে থাকবে প্রিয়তমা।
অনন্ত কাল ধরে ভেসে যাবো উজানী স্রোতে,
দুজন মিলে একসাথে সমুদ্র সন্ধানে বের হব।
মোহনার নীল সাদা জলে সাতার দেব ।
তোমার উচ্ছল হাসি,
তোমার দুরন্ত যৌবন,
তোমার হৃদয়ের স্পন্দন,
তোমার একরাশ কালো চুলের বন্যতা,
অনন্ত কাল ধরে মরুভূমি মতো শুশে নেব প্রিয়তমা।
অনন্ত কাল ধরে বাসবো ভালো দুজন-দুজনে ,
ভরদুপুরে বৃষ্টি চেয়ে আকাশের দিকে থাকবো চেয়ে।
নুপুর আর বৃস্টির ছন্দ মিশিয়ে বাধনহারা হবো।
তোমার অবাধ্য শাড়ি,
তোমার হলুদ কাচের চুড়ি,
তোমার ভেজা চুলের সোদা গন্ধ,
তোমার আহত হৃদয়ের স্পন্দন,
অনন্ত কাল অনুভবে জমিয়ে ধনি হবো প্রিয়তমা।