প্রিয় মেঘ,
কেমন আছো?
অন্য সকল প্রেমিকের মত বলবনা ;
"আশা করি ভালোই আছো "।
ভালো তুমি যে থাকতে পারবেনা;
এটা জানার পরেও কেন আমি ,
মিছে একটা সোহাগি প্রশ্ন তুলে দেব বলতো!

আর পাঁচটা সাধারণ পুরুষের মত হলেও ;
পাঁচটা সাধারণ প্রেমিকের মত যে আমি নই,
সে ধারণা এতদিনে তোমার নিশ্চয়ই হয়েছে।

অনেক গুলো দিন পার হয়ে এসেও,
যখন আমার সব সাহিত্যপনা,
তোমার জন্যই রচিত হয় ;
আমার কিবোর্ডের সব অক্ষর,
তোমায় ঘিরে শব্দের জাল বোনে ;
তখন আমারও নিজের প্রেমিক সত্ত্বার প্রতি গর্ব হয়।

দরজা তোমার জন্য এখনো খোলা রেখেছি,
একথা একবারও বলা হয়ে ওঠেনি।
আসলে বলার সুযোগই হয়নি।
হলেই বা কি!
তুমি তো অন্য পথের যাত্রী।
আর আমার দিক থেকে তুমি,
মুক্ত পরিযায়ী পাখি।।

আচ্ছা, তুমি তোমার উপযুক্ত কাউকে পেয়েছো?
আমার মনে হয় পাওনি।
পাওয়া সম্ভব না।
আসলে সবকিছু পাওয়া যায় সহজে,
কিন্তু সত্যিকারের ভালোবাসা কয়জন পায় বলতো!
সব পেলেও,
ভালোবাসার শূন্যতা যে তুমি দিনশেষে অনুভব করবে,
তা আমি নিশ্চিত।

ভালোবাসার যে সরল স্বীকারোক্তি আমাতে তুমি পেয়েছো,
তা কি কখনো অস্বীকার করতে পারবে!
আমার মনে হয়, পারবে না।
নাটকীয়তায় যে প্রেমের মৃত্যু হয়েছিল,
তা তো আসলে তোমার নাটকীয় প্রেম ছিল ;
তাই হয়তো আমার অনুভূতির ছোয়া
তোমার হৃদয়ে কখনো পৌছাতে পারবে না।
কিন্তু সত্য আর ভালোবাসার যে এক অদ্ভুত ক্ষমতা আছে ;
এটা অস্বীকার করবে কিভাবে!
একতরফা ভালোবাসায় তুমিও যে ঠকেছ কোন একদিন ;
সেটা নিশ্চয় ভূলে যাওনি!

যারা সমস্ত কিছু দিয়েও যখন কিছু নাটকীয়তা উপহার পায়,
তাদের যন্ত্রণা তুমি বুঝবে হয়তো!
আজ অথবা অন্য কোনো একদিন।