তুমি বড্ড অভিমানী,
বড্ড বেশি প্রিয়তমা।
অভিমান যে কারো এত ভালো লাগে!
তা আগে বুঝিনি প্রিয়তমা।
বড্ড বেশি উপোভোগ করি আমি।
তোমার ঐ শীতল অভিমান,
প্রাণ জুড়ানো অভিমান,
স্নিগ্ধ অভিমান,
আর আবেগি অভিমান.....
একবার বেজে যাওয়া ফোন,
কিম্বা না বলা "তোকে বড়ো প্রয়োজন"।
"হ্যাঁ" কে "হা" বলে উচ্চারণ,
ইচ্ছে করে অন্য মেয়ের নাম স্মরণ।
অনেকটা খুশিতে বিগলিত মন,
অথবা গোমড়া মুখে চাপা অনুরাগ।
একটুকরো রাগের অভিব্যক্তি,
অথবা কয়েক মিনিটের মিথ্যে নাটক।
শুধু সত্যি বলা,
অথবা মিথ্যে গল্পের জন্য ধরা পড়ে যাওয়া।
একবার পাগলি না বলা,
অথবা অনেক বেশি বার পাগলামি করা।
ভালোবাসি বলতে ভূলে যাওয়া,
কিম্বা কানের কাছে ঠোঁট ঘেসে ভালোবাসি বলা।
কেমন আছো জানতে চাওয়া,
আর কেমন আছো খোঁজ নিতে ভূলে যাওয়া।
মধ্য রাতে একটু খানি পাস ফেরা,
অথবা খুব করে জড়িয়ে নেওয়া ।
তবে, সত্যি বলছি প্রিয়তমা,
কারো অভিমান যে এত ভালো লাগে,
জানা ছিলো না।
আমায় যদি বলো "কি চাও"?
আমি অবশ্যই তোমার অভিমান চাইবো।
যে অভিমানে লুকিয়ে থাকে,
হৃদয় ভরা ভালোবাসা।
যে অভিমানে হারিয়ে যায়,
আমার ছোট্ট একটা শহর।
যে অভিমানে নিঃশেষ হয়ে যায়,
আমার আমিত্ব,
আমার প্রেম,
আমার যন্ত্রণা,
আমার অনুভূতি,
আমার ভালোবাসা,
আমার পৌরষ।
মনে হয় অনন্ত কাল বেঁচে থাকি,
মনে হয় নেপচুন পেরিয়ে ইউরেনাসে পাড়ি দিই।
মনে হয় হারিয়ে যাওয়া ২১শে ফিরে আসি,
মনে হয় উত্তাল প্রশান্তে সাতার কাটি।
মনে হয় আরেকবার জন্মাই,
মনে হয় শিশু হই।
আঁচল নিয়ে খেলি,
চিবুক ছুয়ে দিই,
ঠোঁটের নড়াচড়া দেখি,
স্নেহের পরশ পেতে থাকি।
ওই অভিমানে পূড়ে শীতল হতে থাকি,
জন্ম জন্মান্তর ধরে,
ঐ অভিমানে......