আকাশ ঝুঁকে পড়ে মাটি অভিমুখে ,
সমুদ্রের সে দায় নেই ,
ফুল সে গন্ধ বিলিয়েই যায় ,
প্রত্যাশার তো বালাই নেই ।
নদী ছুটে যায় সাগর পানে ,
তার কোনো আরাম নেই ,
কখনো সে হয় অন্তর্বহা ,
নিয়মের কোনো নাম নেই ।
ভালোবাসা শুধু ভালোবাসা বোঝে ,
স্বার্থের কোনো স্থান নেই ,
সেই ভালোবাসা মুখ তুলে নেয় ,
অহঙ্কারের দাম নেই ।