রাতের চাঁদ যেখানে জ্যোৎস্না বিলোয় ,
মেঘের মশারির আড়াল থেকে ,
ঝিঁ ঝিঁ পোকাদের কনসার্টে পৃথিবীতে এক স্বপ্নপুরীর আবেশ তৈরী হয় ,
প্যাঁচাদের ঘুমন্ত চোখে তখন জমিদারের মেজাজ , জোনাকিদের আলোটাই তখন
ওদের কাছে হাজার টাকার ঝাড়বাতি ,
শিউলি আর ছাতিমফুলের আতরে ম ম করছে দিগন্ত , সেই সৌন্দর্য্যে বিভোর হয়ে কবিতারা
মনের ক্যানভাসে কত যে ছবি আঁকতে চায় ,
রাত গভীর হয়ে আসে ,
কবিতারা লিপিবদ্ধ হয় কোনো কবির লিপিকায় ।