বাঘ সে তো শুধু নামেই রাজা
বাঘিনীই করে শাসন ,
এই দেখেশুনে স্থির করে বাঘ
দেবে তাকে এক আসন।
মন্ত্রী উজির পণ্ডিত ডেকে
দিন হোলো স্থির করা,
বাঘিনীর কিছু লেখনীর গুণ
যা হবে বিচার করা।
স্থির করা দিনে সব প্রজাগণ ,
জুটে জুটে হয় লক্ষ !
এ হেন বাঘিনী আগে তো দেখিনি!
দেখলেই মেলে মোক্ষ !
সবচেয়ে বড় চমক হল
যখন বাঘের রানী এল,
বলে প্রজাগণ, শ্রদ্ধাষ্পদ
নেবেন না অপরাধ,
আমি মহারানি রাজার ঘরণী
রাজা তাই করে সাধ,
এ বনরাজ্যে এত প্রতিভার,
আছে সমাগম তাই,
রাণী হয়ে আমি নিজের হাতে
নি কেমনে বনসাই ?
হকদার যাঁরা তাঁরাই পাবেন
প্রকৃত বনসাই,
জঙ্গল বলে মনে কোরো নাকো
নিয়মের নেই বালাই।