সন্ধ্যা হলে মনে পড়ে মুখটা তোমার
প্রশ্নচিহ্ন হল কেন জীবন আমার ?
তখনো আমার ঠোঁটে ছিল হাসি ,
ভুলেই ছিলাম অতীত জীবন ,
মনেই ছিল না কোনো প্রিয় মুখ ,
হঠাৎ আবার কি হল এখন ?
স্মৃতির খাতায় হাসে আবার মুখটা তোমার
প্রশ্নচিহ্ন হল কেন জীবন আমার ?
আমার জীবনে নিজের প্রতি ছিল অহঙ্কার ,
হাসিমুখে আমি দুঃখকে করেছি পরিহার ।
সেই দুঃখটাকে রেখেছিলেম অনেক দূরে ,
অনেক কষ্টে সুখে ছিলাম দুখের ঘরে ।
নিয়তির অবাক বিধানে দুঃখ ফিরে এল আবার ।
প্রশ্নচিহ্ন হল কেন জীবন আমার ?
(Inspired by hui sham unka khayal aa gaya by md rafi sahab.)