মালি আজন্ম লালন করে চারাগাছগুলি ,
বার্ধক্যের সহানুভূতির পরিবর্তে ,
মায়ের বুকে চলে গুলি ,
এতকালের অপত্য স্নেহ ,
ভালোবাসা , যত্ন আজ মূল্যহীন ,
ধূসর মনের ক্যানভাসে অর্থ ব্যতীত সবকিছুই নিরর্থক ।
শেষ সম্বল কেড়ে নিয়ে তাই বন্দী আজ জননীর
ভালোবাসা , কখনো আধপেটা কখনো অনাহারে করে জীবন গুজরান , মা বাবা তোমরা আর এতটা ভালোবেসো না সন্তানদের ,
অষ্টাদশেই ছেড়ে দিও স্বনির্ভরতার পথে ,
আর অর্থ দিয়ে
নিজেদের কোরো না অর্থহীন ...