কথার ফাঁকে চলে আসে
কতশত বাকরুদ্ধতা
শব্দের অনিয়ন্ত্রিত যানজট
শিশিরের খাঁজে খাঁজে লুকিয়ে পড়ে না দেখা অশ্রু।
চেতনার অবচেতন প্রান্তে
ঘনিষ্ঠ হয়ে পড়ে কত অচেনা মুখ
অনুভূতির শস্যশ্যামলায় এখন
স্মৃতির ফসল সংগ্রহে রাখি।
জীবনের স্মরণিকায় কত বিগত সুখেরা হাত নাড়ে
নিত্যনতুন গোলাপ টগর রজনীগন্ধাদের জন্ম,
দুঃখ অপ্রেম অনিদ্রারা তো ক্ষণিকের সাথী
পেরিয়ে যাওয়া দিনগুলোর জন্য
মনের সুখানুভবই যথেষ্ট ।