এতদিনে বুঝেছি ভাই জীবনটা খুব মগজমারি ‚
এটা ছেড়ে ওটা ধরি ‚ ওটা ধ’রে এটা ছাড়ি ‚
দুইয়ে দুইয়ে চার না করে ক'রতে গেছি পাঁচ
তখন যে কি ভুল করেছি করছি এখন আঁচ ।
চেষ্টাতে ভাই ইষ্ট মেলে বলেন যাঁরা বিশিষ্ট
সবুরে যে ফল পাওয়া যায় তার নাকি স্বাদ সুমিষ্ট ।
আমগাছেতে আমই ফলে এটাও সবাই জানে ‚
কবি যে সে বলেই দেবে কি কবিতার মানে!
ভাবছি যারা পড়বে এটা মানবে এটার গুরুত্ব
দুপর বেলায় গরমকালে খেতে মজা আমসত্ত্ব।