মিশে গেল শেষে অরণ্যে সোনার হরিণ ,
দিগন্তরেখায় চাপা অভিমানের মত ম্লান আলো ,
চোখে পড়ে না পাওয়া অভীপ্সার ঝাপসা চিহ্ন ,
আরো দূরে গভীর বনে
জেগে থাকে ক্ষীনকায় ঝোরা ,
মাঝে মাঝে ঝরে পড়ে পর্ণমোচীর হতাশ পাতা ,
খাদ্যাভাবে ধুঁকতে থাকে অক্ষম পশুরাজ ,
কাক শকুন আর চিলের অশুভ ডাকে
মৃত্যু চিরন্তন হয়ে প্রমাণ করে তার অস্তিত্বকে ।