নিস্তব্ধ আকাশের তারারা তো সাক্ষী ,
ছাতিমতলার জোনাকীরা জ্বলে আর নেভে
তালগাছ একা দাঁড়িয়ে পাহারা দেয় নিশ্চুপ ,
অনেক কিছুই লিখে যাই কিছুই না ভেবে ৷
চরকির মত ঘুরে যাচ্ছে পৃথিবীর সময় ..
কালের চক্রে ভালো-মন্দ সংজ্ঞা হারায়
চেতনার প্রত্যাবর্তন ঘটা নিয়ম নয় ব্যতিক্রম ;
পাশবিক চেতনার ফাঁসিতে খুশির অনুরণন ৷
ধানক্ষেত আর দিগন্ত জুড়ে কাকতাড়ুয়াদের উল্লাস ,
চারিদিকে তৃপ্তির ছোঁয়া যেন অম্লান করে দেয় তামসিক অন্ধকারকে ,
নির্ভয়াদের আত্মারা মুক্তির আলোয় হাসবে কবে ,
ফাঁসির দড়িতে ধর্ষণকারীদের অশুভ জন্ম বিলীন হোক ..