স্মৃতি:

দেশের থেকে লোক এসেছে ,
দেশের থেকে লোক এসেছে রাতে।
উঠানে পড়েছে ছায়া একঘেয়ে ,
মেঘ নেমে এসেছে ন্যাড়া ছাদে ।
কালো কালো ডুম গুলি,
আরো কালো জোছনাতে মাখা ।
সিলিং ছাড়িয়ে দেখো আরও দূরে,
আরো দূরে উঠে গেছে পাখা।
আজ রাতে ঝড় হবে,
মেঘ জমে চিলেকোঠা ঘরে।
মুখের ভিতরে মুখ আরো কিছু,
আরো কিছু নাড়াচাড়া করে ।

বিকার:

কিছুটা ছড়িয়ে এসেছি সেদিনের ঠেকে।
কিছুটা সঙ্গে নেবো তবে রেখে ঢেকে।
ঘৃনারা ঘুমিয়ে গেলে মনে জাগে ক্ষমা।
তোমার ভুলেরা সব পড়ে থাকে জামা।
থমকায় তরল রাত তার দৃষ্টিতে ভয় ।
মুহুর্মুহু বদলাও তুমি জীবন মায়াময়।
এখনো পাঁজরে ক্ষত চলাফেরা ধীরে।
মাঝেমধ্যে খ্যামটা নাচছো দেখছি ঘুরেফিরে।
কি আর বলবো বলো আপন পর বোধে।
ঈশ্বরও ঘামছে ঘুরে সারাদিন রোদে ।