ব্যক্তিগত:
ঘড়ি ঘুমোয় না।
ঘড়ি কি স্বপ্ন দেখে!
আমার সাধন সঙ্গী সারাদিন
তক্তপোষে বসে।
শুধু প্রেমেরই ছবি আঁকে!
সাধন কি এমনি হয়?
এমন সাধন শুধু
সারাদিন ধূমজ্বরে ভোগে
এমন সাধন শুধু
বহুদূর ভেসে যায় রোগে।
একদিন নদীতীরে:
ঠিক নদীতীরে দেখা।
সময় ছিল না হাতে।
তুলিতে যেটুকু রং
লাগে, নিসর্গ বদলাতে।
সেটুকু বড়ই প্রিয়।
তবু সব ঢেলে দেবো।
তাকিও অপ্রয়োজনে।
পরিচয় বলে দেব।
অবসাদ:
দুঃখ পুষেছি বুকে।
রংবেরঙের দুঃখ।
হলুদ আছে।নীলচে আছে ।
অথবা বর্ণহীন।
কিছু বেগুনী রঙের পাবে।
তবে আসমানী রংয়ের দুঃখটি,
আমার সবচাইতে প্রিয়।
একটিই আছে আমার কাছে।
রাত্তিরে আমি ওর কাছেই শুই।
হাত বুলিয়ে দেই ওর শরীরে।
মাঝে মাঝে ও আমার চুলে
বিলি কেটে দেয়।
কিন্তু বড় চিন্তায় আছি আজকাল।
এসব দুঃখেরা হঠাৎ করে।
শেষ হয়ে যাবে না তো?