তোমাকে:

শুনেছিলাম বিয়ে করেছ ।
স্বামী সংসার ভালো।
কিন্তু , কিছুটা তো রয়েছো
আমার কাছে ।
সেটুকুই ...
খুঁজেছিলাম, ভেবেছিলাম
দূরে থাকাই ভালো ।
কি বলবো কথা হলে ?
কথার পিঠে কথা ।
হৃদয়ে কবর খুঁড়তে,
কারই বা ভালো লাগে বলো ।
কি সুন্দর ঘুমিয়ে ছিলে গোপন কবরে !

সুতনুকা ও আমি:

সুতনুকা শুয়ে খাটে
দেখেশুনে পেয়েছি হাটে
দেহ ভর্তি মিনিট কুড়ির ঘাম।

আধবোজা চোখ মেলে
কতো কথা যাচ্ছো বলে
গাল বেয়ে গড়িয়ে পড়ছে কাম

সাথে আরো কেউ ছিলো
হটাৎ করে  মনে হলো
দেহগন্ধে ঘরের বাতাস ভারী।

পরমানন্দে হ্রেষা রবে
আমি সুতনুকার বাথটাবে
হাইস্পিডে টেনে দিলাম গাড়ি।

আগুনের কাছে ক্ষমা:

যাও,আগুনের কাছে ক্ষমা চেয়ে এসো।
অগ্নি অনুতপ্ত হয় না ।
তুমি তো হতে পারো।
একা একা মেঘেদের দিকে হেঁটে কি লাভ বলো।
ওরা তো বৃষ্টি ঝরাবে না।
তোমার থার্ড ডিগ্রি বার্ন হওয়া শরীরে ।
পেট , বুক পুড়েছে ।
মুখ পুড়িয়েছ তুমি ।
অগ্নিকে পুনর্বার ডেকে ক্ষমা চেয়ে এসো , যাও।

সাধনা :

জেগেছো বিরাট রাত
জ্বালাগুলো ফিকে হলো
দুরাভাষে ভেসে এলো ধোঁয়া।

কামিনীকাঞ্চন মায়ার
প্রকৃত অর্থ বুঝে
নিজেকে নরকে করি ধাওয়া।

হিংস্র লুটেরা আমি
যদিও বোঝোনি ঠিক
এক ঢোঁকে গিলেছি অনল।

তুমিও ম্যাজিক বোধে
করতালি দিলে শুধু।
ভাবলে এটাও ছিলো ছল।