দৈনিক :
শেষ কোম্পার্টমেন্ট বেরিয়ে গেল
ধূসর প্লাটফর্ম ছেড়ে।
আপনি ট্রেনটা ধরতে পারলেন না ।
আমি গেটে দাঁড়িয়ে,
শেষ পর্যন্ত দেখছিলাম আপনাকে ।
ভেবেছিলাম পারবেন । সিগারেটও শেষ!
আসলে কি জানেন !
অস্থিতে ক্লান্তি জমলে, এরকম এলোমেলো
হয়ে যায় সব ঘুম থেকে উঠে।
ফিল্টারের সাথে যেটুকু তামাকপাতা তখনো পুড়ছে, আকাশ যেটুকু কমলা , সেটুকু ক্লান্তি আপনার অস্থিতে জমেছে ।
সেটুকু ক্লান্তি আমারও অস্থিতে জমবে ।
অবসর :
আজকাল আর তোমাকে বৃষ্টিতে ভিজতে দেখি না দূরের বন্দরে ধূমপানরত আমি।
তোমার কাঁধে ব্যাগ হাতে ছাতা।
বৃষ্টি মানছে না তাতে।
তোমার শরীর থেকে প্রতিফলিত সব আলো,
আমার কাছে নিয়মিত পৌঁছায়।
এখন অতো মনোযোগ দেই না যতটা
নিপুন ভাবে সূর্যাস্তের পাখী গুনি ।
কি হবে বলো আর !
আর দুই পা বাড়ালেই তো
শ্মশান কবর সব হাঁ করে আছে।
দুই পা বাড়ালেই তো ম্যাজিক জীবন,
স্যাট্ করে ভ্যানিশ হয়ে যাবে ।