যদি চাও-
আমি শোষক হতে পারি
তোমার অপরিসর দুঃখের।
যদি চাও-
নীলা'কাশের কষ্টগুলো
শুভ্র মেঘ শুষে নিক,
তবুও পারি মেঘ হতে
তুমি এসে বললেই।
যদি চাও-
তাও পারি, তোমাকে খুজে নিতে
আমার সমস্ত পৃথিবী জুড়ে,
সাত সাগর ভালোবাসা পেতে
তাও যদি চাও-
সেওতো পারি দিতে।