রাজপ্রাসাদের দুধারে দাঁড়িয়ে আছে কিছু কঙ্কালাবৃত চেহারা ।
ভয় পেয়ে রাজা বলে, - ওরা কারা ? ওরা কারা ?
চিৎকার শুনে ছুটে আসে কিছু পালিত সেনা ।
সবার মুখে একই কথা, - ওরা কারা ? ওরা কারা ?
কঙ্কালাবৃত চেহারা এগিয়ে আসে রাজার দিকে -
রাজা বলে, - থামো ,থামো, না পরি তোমাদের চিনিতে !
আমাদের না পারো চিনিতে ?
মনে কি পরে সেই পঞ্চাশের দুর্ভিক্ষের কথা ,
নরনারী এক হয়ে এসেছিলাম খাদ্যের আশায় ।
দ্বাররুদ্ধ করে উচ্চ কন্ঠে তুমি বলেছিলে -
"দশ ঘা বেত মেরে দাও রাজ্য থেকে তাড়িয়ে ।
দুর্ভিক্ষের আগে যাদের কাছ থেকে নিয়ে ছিলে মোটা খাজনা দাদন ,
বিপদের সময় তাদের জন্য মাথায় আঁটলে ভিন্ন ফাঁদান ?
আর আজিকে বল তুমি না পার আমাদের চিনিতে !
রাজা চেঁচিয়ে উঠে বলে , তোমরা কারা ? পার কি তোমাদের নাম বলিতে ?
কঙ্কালাবৃত চেহারা উচ্চকন্ঠে হেসে ওঠে -
হা- হা- হা- হাঁ ।।