বর্ষার সন্ধ্যা –
গাছের কুঠরিতে পাখির ছানারা কিচকিচ করছে ।
সে আজ স্তব্ধ –
বিদ্যুতের আলোয় তার চোখ থেকে প্ল্যাটিনামের ক্ষুদ্রতম বিন্দু খসছে বারংবার ।
পেটে জ্বলছে খাণ্ডব দহনের এক গণ্ডূষ আগুন ।
তবুও তার বড়ো ডানা দুটির তলায় ছত্রাকের উপলব্ধি পায় ছানার দল ।
গতকালের ঝড়ো বাতাসে বাসস্থান ভেঙেছে ।
ছুটে এসেছে তাই এক অজানা গাছের কুঠরিতে ।
আশ্রয় পেয়েছে বটে –
কিন্তু এখনো তার বুকে বাজছে দামামার রুদ্ধনিঃশ্বাস ।
স্বজন হারানোর ভয় আজ তার মনে বাজাচ্ছে যুদ্ধের সাইরেন ।
সে আজ স্তব্ধ –