সাঁওতাল বিদ্রহ
সৌমেন সেন
অরণ্যকে আঁকড়ে ধরে বেঁচে আছে যারা
অদিবাসি সাঁওতাল নামে পরিচিত তারা
ছোটোনাগ পুরের সাঁওতাল উপজাতি হায়
১৮৫৫ থেকে ১৮৫৬ খিস্টাব্দ নাগাছ বিদ্রহ করতে যায়
অত্যাচারিত ব্রিটিস সরকার জমিদার মহাজন
এদের পতি বিদ্রহ ঘটায় অদিবাসি সাঁওতালগন
আদিবাসি সাঁওতাল অরণ্য অঞ্চলে চাষ বাস করে তোলে
ব্রিটিশ সরকার জমিদার মহাজন রাজস্ব আরোপের কথা বলে
মহাজনরা নগদে সাঁওতালদের ঋন দিত
ঋন না সোধ করতে পারায় মহাজন তার জমি ফসল বলদ কেড়ে নিত
বাহিরাগত ব্যবসায়ীগন ব্যবসায় কেনারাম বাটখারা ব্যাবহার করে
তাই জন্য আদিবাসি সাঁওতাল লোকেরা ঠকে মরে
অরণ্য অ্ন্তরে তৈরি হল যখন রেলের রাস্তা
সাঁওতাল শ্রামিকরা মজুরি পেতো খুব সস্তা
খ্রিস্টান মিশনারিরা সাঁওতালদের খিস্টধরম দিতে চায়
সাঁওতারা তাই খুবই ভয় পায়
নীলকর সাহেবদের সাঁওতালরা হলো দাস
সাঁওতালদের বাধ্যগত করতে হলো নীল চাষ