নবজাগরন
সৌমেন সেন
সাম্প্রদায়িক বিভেদ লাগিয়ে চলছে রাজনীতি,
আজো কাটা কাটি হানাহানি রয়ে গেছে শত ভীতি।
প্রতিবাদ এখন কেউ করে না,
প্রতিশোধ চায় সবে;
প্রতিবাদ করার আগেই ভাবে,
মার যে খেতে হবে।
বলবে কবে? ধরবে কলম!
সমাজটা ঠিক করতে?
নতুন রূপে সমাজটাকে,
তোমরাই পারো গড়তে।
যুবক যুবতীরা নেশাগ্রস্ত,
টেকনোলজির অপব্যবহার করছে।
সংস্কৃতি চর্চা থেকে দিন দিন যেন,
তারা আরও দূরে সরছে।
ছড়িয়ে দাও প্রতি সিলেবাসে,
এসো আমরা নজরুল রবীন্দ্রনাথকে পড়ি;
সমাজটাকে নতুন করে,
তাদের মতো গড়ি।
ঘরে ঘরে তৈরি হোক নেতাজি, নজরুল, রবি,
আমরা দেখতে চাই এই সমাজে,
তাদের প্রতিচ্ছবি।