ত্রিশূল হাতে দুর্গা দাঁড়ায়, সত্যের দীপ্তি সঙ্গে,  
অসুর টাকার ঢাল গড়ে, আড়ালে সেই রঙ্গে।  
কিন্তু মা জানে পথের সত্য, ভেদ ক’রে সব বাঁধা,  
টাকার ছায়া যতই পড়ুক, পাপের নরম কাঁদা।  

সমাজে ছড়ায় অবিচার, অসুরের মোহ নিয়ে,  
টাকার দম্ভে আকাশ ছোঁয়, মানবতার গাছে ক্ষয়ে।  
তবু দূরে কোথাও জ্বলে মায়ের আলো সুপ্ত তেজ,  
সেই আলোয় উন্মোচিত হোক, সত্যের শক্তি-বেজ।  

একদিন আসবে সেই ক্ষণ, ভাঙবে মিথ্যা ঢাল,  
অসুর হার মানবে সকল, মায়ের ত্রিশূলে কাল।  
সমাজে ফিরবে ন্যায়-নীতি, অসুর যাবে ভয়ে,  
টাকার ঢালও রক্ষা পাবে না মায়ের শক্তি-দ্রোয়ে।  

নতুন সমাজে মানুষ পাবে সত্য-সুখের ছায়া,  
অসুর যত টাকায় ঢাকে, তবু আর ফিরবে না মায়া।  
মা দুর্গার হাতেই হবে অসুরের অবসান,  
মানবতার এই যুদ্ধ জয়ে, সমাজ হবে মহান।