মিলন
সৌমেন সেন
মানুষ মানুষের জন্য
তেমনটি এক অরন্য
মানুষ মানষের দুঃখ বাড়িয়েদেয় হাত
মানুষ যখন সুখী তখন
দুঃখ ভুলে যাক
দুঃখ করে দুঃখি মানুষ
দুঃখ শুধু যে তার
সে মনেকরে
আমার জীবন কী
সুখ নাই আর
যে   করেছে দুখ
তার জীবনে আসবে সুখ
যে মানুষ আর এক মানুষকে নিয়ে ভাবে
সে মানুষ অন্ধ কার থেকে আলোয় শুধু জাগে
অরণ্যঅছে বলে বেঁচে আছি আমরা ওআমি
তাই অরণ্যকে ভাবি সে সবার কাছে দামি
অরন্যের একটি গাছ আর একটি গাছের জন্য
তাই সব গাছ মিলে হয়েছে বিশাল এক অরণ্য
বৈচিত্রময় পৃথিবীর আলো
মোরা লাগিয়াছি ভালো
এসবইতো তোমারই দান
ওগো সূয তুমি সবার আশা
তোমার এই ভালোবাসা
সবাই যেন পান
তোমারই বৈচিত্রময় আলোদেখে
সবাইযেন আনন্দেকরে গান
স্তব্ধ বাঁশির সুর বেজে যায় দূর দূর
আনন্দে ফোটে হাঁসি
ওরা বাজায় শুধু বাঁশি
বাঁশি বাদ্য বাজে
স্তব্দ নাহি কেউ কাজে
যে যার করছি কাজ
এ  পৃথিবীতে আজ
মানুষ হয়েছে সভ্য
আদি যুগেতে হয়েছে পাথর কেটে বাড়ি
বনের ওই সারি সারি গাছ
কাটিয়া ফেলেছে কে আজ
মানুষহয়েছে সভ্য
পৃথিবীতে বাড়িয়াছে মানুষের বংশ
কেউ বা হয়েছে কংস
পৃথিবীকে করিয়াছে যারা ধ্বংস
গাছেরা পশুরা ফুলেরা যারা ধরেছে মোদের সঙ্গ
তাদেরই তুমি করিয়াছ ব্যাঙ্গ
কাটিছ গাছ মারিছ পশু আজ
তাদের ওপর পড়েনা কেন বাজ
এযুগের আইন
ধরেয়াছে লাইন
শাসন তো করেনাই ওদের
আইন গুলি হয়েছে ঘুসখোর
পড়িয়াছে কংসের দ্বোর
আইন গুলি লুটছে শুধু টাকা
ভারতের আইন হয়েছে তাই ফাঁকা
হয়েছে শিকার হচ্ছে খুন
পাখিরা তাই গান গায় গুন গুন
স্তব্দ আকাশে স্তব্দ বাতাসে
ধীরে ধীরে পড়ে জল
কেন নাই এক পৃথিবীতে মানুষের কোলাহল
উঠিবে সুর বাজবে যখন বাঁশি
কে বলিবে তখন আমি ভারত ভালোবাসি