কুসংস্কার রোধ
সৌমেন সেন
করবো কুসংস্কার রোধ
শিক্ষিত ছেলেমেয়েরা কর প্রতিজ্ঞাবোধ ।
পোলের তলায় শিশুবলি হতে দিবনা আর
শিক্ষিত ছেলেরা বলছি বার বার ।
দেখাবেনা কেউ গুনিন জ্যোতিষ সাপে কাটলে
ডাক্তার দেখাবে ব্যাথা লাগলে ।
গ্রামের বধু পড়ল ধরা
ডাইনি অপবাদ দিয়ে মিছে মারা ।
বিড়াল রাস্তা কাটলে ভাই
আমরা গাড়ি পিছাতে যাই ।
টিকটিকিটা ডাকলে পরে
সত্যি কথা বলি ঘরে ।
বাড়ির সবাই না খেলে পরে
বধূরা খেতে পারবেনা ঘরে ।
রঙ্গিন পাখি দেখলে পরে
কুটুম আসে তার ঘরে ।
বিজোড় শালিক দেখা মন্দ
দেখলে ওসে লাগবে দন্দ ।
কচ্ছপ কলা তাল ডিম
তা দেখলে যাবে খারাপ দিন ।
নরবলি আর পশু বলি হায়
কুসংস্কার কত থেকে যায় ।
ভোরের স্বপ্ন সত্যি হয়
কুসংস্কার কথায় কয় ।
কুসংস্কার মন্দ
করো একে বন্দ ।