স্বাধীন বাংলা, তবুও মন্দ,  
চারিদিকে দুর্নীতির গন্ধ।  
প্রশাসন আজ প্রহসন করে,  
টাকায় চলে দেশটা,  
অপরাধীদের টাকায় কেনা,  
বিচারের সেই কেসটা।  
কারও মৃত্যু হলেই টনক নড়ে,  
বিপদ এলেই ফাইল চাপা পড়ে।  
রাজনীতির স্বার্থে নেতারা,  
অপরাধীদের পুষছে ঘরে।  
তার ফলেই বিনা বিচারে,  
বহু মানুষ আজও মরে।  
প্রতিবাদ হবে, মিছিল হবে,  
সমাধান হচ্ছে কি?  
বিচার এখন টাকায় কেনা যায়,  
মরছে বাড়ির মেয়ে-ঝি।  
নিরাপত্তাহীন জনতা আজ, প্রতিবাদ করে মাঠে,  
বাড়ির মা-বোন, বৃদ্ধারাও নেই সুরক্ষিত এ তল্লাটে।  
রাজনৈতিক স্বার্থে যুবকের হাতে,  
দিচ্ছো মাদক আর টাকা,  
দলের পতাকা ধরিয়ে দিচ্ছো,  
শিক্ষায় হচ্ছে ফাঁকা।  
নেশাগ্রস্ত যুব সমাজ, লিপ্ত অনৈতিক কাজে,  
পশ্রয় দিচ্ছে প্রশাসন, সাহায্যও করছে মাঝে মাঝে।  
ধর্মে ধর্মে বিভেদ লাগিয়ে, চলছে রাজার নীতি,  
প্রতিবাদ করো, সমাধান খোঁজো,  
মুছে যাক সব ভীতি।