বৌএর জ্বালায় বাপ মা পালায়
সৌমেন সেন
নয় মাস দশদিন গরভে ধরে
বড়ো করল মা তরে
বড়ো হলে সরব দায়িত্ব তার
পড়াশুনার কথা বলে বার বার
তোরা বড়ো হলিস
যে কোনো কাজ পেলিশ
পিতা সারাদিন জমিতে খেটে মরে
তবু ও তোদের স্নেহ করে
ভালোবাসে বুক ভরে
আশিরবাদ করে তোরে
তোরই জন্য খেটে মরে
দুই টাকা উপারজন করে
আজ যখন তুই কাজ পেলিশ
পিতা মাতার দয়তে বাড়ি ফরে এলিশ
ঈশ্বরকে ভক্তি করতে গেলিশ
যারা তোকে বড়ো করল তাদের নাই দেখতে পেলিশ
করলিশ তুই বিয়ে যে
সেনের ঘরের মিয়ে কে
তুইতো কাজে ব্যাস্ত
তোর বৌর জ্বালায় তোর পিতা মাতা হচ্ছে ধ্যাস্ত ন্যাস্ত
তোর বৌর জ্বালায় হায়
তোর মা জামা কাপড় বাসন কোসন ধুতে যায়
তুই যখন বৌর কাছে এলিশ
বাপ মারে যন্ত করতে দেখে গেলিশ
কিন্তু ওসে ঢং
তোর কাছে ভালো বউ সাজার এসাব
যখন তুই বাড়ি থাকিস
তোর বাপ মারে জোর খাটায় রে ভাই
যখন তোর বাড়িতে বাজার থাকে নাই
তখন তোর বাপকে বাজারে পাঠায়েরে ভাই
এই খরা রোদ বৃষ্টি ঝড়ে
কাজ না হলে তোর বউ তোর বাপ মারে ঝাঁটা ধরে
একদিন তুই যেদিন তাড়াতাড়ি এলি বাড়ি ফিরে
দেখলিরে তুই তোর বাপমারে অনেক লোকে রয়েছে ঘিরে
সবাই চেঁচা করে ছিল যে
বাপ মারে ঘর থেকে বের করে দিল রে
এমন এ ডানপিঠে বউ
ঢং দেখিয়ে ভালো সেজে স্বমীর সাথে কথা কউ
স্বামী ওতো বউ এর কথা মেনেনিল
বাপ মারে বাড়ি থেকে তাড়িয়ে দিল
বউ স্বামি সুখে ঘর করে নিল
সে সুখ থাকবেনা হায়
যেদিন পিতামাতার কষ্ট বুঝবি সেদিন ফিরে আসবিরে ভাই
বাপ মারে কেন তাড়িয়ে দিলিশ ওরে
সুখ সান্তিতে থাকতে পারবিনা ঘরে
বতমানে বাপ মায়েরা সাবধানে থাকো
তোমার ছেলে মেয়েদের টেনিং দিয়ে রাখো
ঈশ্বরকে ভক্তি করে ভালো বউ পাওয়ার তরে
বাপমারে তা ভক্তি করেনারে
ছেড়ে চলে যায় রে
হায়রে হায়রে
এ কলীযুগ কী ভাইরে