অচিরাচরিত সাঁঝে কারো কাঁধে মাথা রেখে
সূর্যাস্ত দেখা; নিছক এক সমুদ্র ঘন মেঘ ছদ্ম
বেশে, আমায় ভালোবেসে, প্রতিবিম্বের অশ্রু
জ্বলন্ত লাল চোখে বৃষ্টি হয়ে নেমে আসে;
তা শুধু কালের রহস্যময় রচনা মাত্র;
অবশেষে সে এক মরীচিকা মাত্র;
আমার লেখা গল্পে সে সবটা জুড়িয়ে;
সে সব পাতা সবটাই নষ্ট; মননে-স্পন্দনে
মাথা যে নষ্ট; বৃথা হে সাধনা; সময় অপচয়
মাত্র; আজ যা আমার কাল তা অন্য কারো;
পরিপূর্ণ নহে, তা এক প্রিয়জনে প্রয়োজন মাত্র;
ভোগ বিলাসে ডুবন্ত এক চেহারা মাত্র;
দুই চোখে জল মিথ্যা কিছু প্রতিশ্রুতি;
জ্বলন্ত দিয়ায় অগ্নিসাক্ষ্য; ছায় হওয়া
নিকোটিন তার প্রমাণ মাত্র; ইহা গল্প নয়
কাহিনী নয়, আমার প্রেমের উপন্যাস মাত্র;
তবু্ও ভালোবাসা স্পষ্ট; নানাবিধ বিরম্বনায়,
তাই সাহিত্যিকের সাহিত্য নষ্ট!♥️😌
◼️কলমে~©️সৌমেন রবিদাস✍️