#♥️😌#
সেদিন বাড়ি ফেরার পথে আমার পাশের সিটে
একটা ছোট্ট বাচ্চা মেয়ে আর তার সামনের সিটে
বাচ্চাটির মা, যতসম্ভব বাচ্চাটিকে নিয়ে স্কুল
থেকে বাড়ি ফির ছিল, বেশ ওরা গল্প করছিল
তা করতেই, তখন আমার কানে কিছু কথা
আসে; যেমনটা সুবুদ্ধিসম্পন্ন মহিলারা বলে;
ঠিক তেমনটি বাচ্চাটি বেশ খুব সুন্দর সুন্দর
কথা বলে শুনছিলাম; আমার কানে
আসছিল ওর কথা গুলো; তখন বাচ্চাটি,
ওর "মা" কে বলছিল 'মা' ওই পুতুলটা
অনেক দাম বুঝেছো; আমি ওটা আর নেবো না;
আমি তখন দোকানে অনেক জিদ করছিলাম;
কান্নাকাটি করছিলাম; কিন্তু তোমার কাছে তো
টাকা নেই; তাই ওই পুতুলটা আমার আর চাই না;
বাচ্চাটির মুখে এই কথা গুলো শুনে আমি তো
অবাক যে আজকাল কার যুগে এমন বাচ্চাও
দেখা যায়!
#♥️😌#
তখন বাচ্চাটি বলে 'মা' তুমি আমাকে একটা
ছোট্ট মাটির পুতুল বানিয়ে দিবা; আমি ওটা
নিয়েই খেলবো; তোমার কাছে যখন অনেক
টাকা হয়ে যাবে; তখন না হয় তুমি আমাকে
ওই কথা বলা পুতুলটা কিনে দিও!
এই অল্প একটু সময়ের মধ্যে দিয়ে,
ওই ছোট্ট বাচ্চাটি তাঁর এইটুকু কথার মধ্যে
দিয়ে, মনে হল সে আমাকে অনেকটা কিছু
শিখিয়ে দিয়ে গেলো; যে সময়ের সঙ্গে
পরিস্থিতির সঙ্গে কিভাবে সবকিছু মানিয়ে
নিতে হয়; নিজের সবথেকে পছন্দের জিনিসটা
না পেলে; কান্নায় ভেঙে পড়তে নেই; কি ভাবে
নিজেকে সামলে নিতে হয়; সেই ছোট্ট ছোট্ট কষ্ট,
আর মন খারাপ গুলোকে কিভাবে আনন্দের
রূপ দিতে হয়; কিভাবে সময়ের সঙ্গে তাল
মিলিয়ে চলতে হয়; দামী পুতুলটা হইতো বা
না পেলাম, আমাদের কাছে সেই ছোট্ট মাটির
পুতুলটা তো আছে; যেইটা আমাদের মা বাবা
অনেক ভালোবাসা দিয়ে আমাদের বানিয়ে
দিয়েছে; যেটা ওই ইমপোর্ট করা পুতুলটার
থেকে অনেকটা বেশি দামী;
সেটাই হলো "ভালোবাসা"!😌
◼️কলমে~©️সৌমেন রবিদাস✍️