"চন্দ্রা" সেদিন ঘুমিয়ে আছে; হঠাৎ শরীরে
মানুষের স্পর্শ লাগতেই ঘুম ভেঙে গেল ওর;
হঠাৎ করে ও চমকে উঠলো আমায় দেখে;
তা করতেই হঠাৎ বলে বসলো; এ কি "সোম"
তুমি এখনো ঘুমোও নি..?
"চন্দ্রা" তখন মাটিতে হাত রেখে এক দৃষ্টি তে
তাকিয়ে ছিল আমার মুখ চেয়ে; কিছু উত্তর
খোঁজার চেষ্টা করছিল!
ওর ঘুমন্ত মুখখানি, যেনো একটা সাদা ফোটা
পদ্ম; যেনো শারদ শিশিরের মতো বেশ কয়েকটা
শ্বেত কণা ঝলক দিচ্ছে; হিমাংশুর মতো স্নিগ্ধ
শীতল; হইতো স্বর্গের মোহিনী যা আমায় মায়ার
বন্ধনে বেঁধে ফেলেছে!
"চন্দ্রা" এখন পূর্ণ যুবতী; কোমর পর্যন্ত নেমে
এসেছে বর্ষার মেঘের মতো ঘন কেশ; ওর
শরীরে যৌবন যেনো জানিয়ে দিচ্ছে শব্দ
করে আমার আগমনের কথা; কি অপরূপ,
লাবণ্যময়ী চেহারা তাঁর!
চন্দ্রা কে দেখে আর স্থির থাকতে পাচ্ছিলেম না!
কে জানে এ কেমন এক অস্থিরতা; তা হইতো
লিখে বোঝাতে পারবো না; ধীরে ধীরে শরীরে
বিকার দেখা দিচ্ছিলো; মনে হচ্ছিলো ভালোবেসে
খুব আদর করে বুকে টেনে নিতে; জ্বর হলে ঠান্ডায়
যেমন শরীরটা তীব্র কম্পন দিয়ে ওঠে; ঠিক
তেমন এক অনুভব; বড্ড ইচ্ছে করছিল বলতে,
তুমি আমাকে কখনো ছেড়ে যেওনা;
বড্ড ভালোবাসি তোমাকে; তোমায় ছাড়া
যে আমি আর এক মুহূর্ত রইতে পারবো না "চন্দ্রা"
🥰আজকের লেখাটা আমার খুব কাছের
মানুষটার জন্য!♥️😌
কলমে~©️সৌমেন রবিদাস✍️