চোখের জলের হয় না কোন রং
থাকে কিছু গল্প লেখা তাতে
গল্পে মেশে ঝোড়ো হাওয়া
নুন মাখানো চাপা কান্নার সাথে
আলো আলো , আলোর ঘটা
সাত সুরের ঐ বর্ণছটা
নীরব নীড়ের একোন ওকোন
গুনতে থাকি দুঃখ ক'টা
সুখ সুখ আর সুখের মালা
আবেগ মাখা হাসির খেলা
মনের ব্যাথা চোখের কোনে
অনেক কথাই যায় না বলা
খুশি খুশি , খুশির হাওয়া
ভালোবাসার অলীক মায়া
প্রেম থাকে না সব জীবনে
সবকিছু তো যায় না পাওয়া
সাত সুরের এই সন্মেলনে
ভীড়ের মাঝেও চোখ যে ভেজে
সাতটি রং-য়ের গোলকধাঁধাঁয়
কোন রং-ই পাই না খুঁজে
নদীর ধারে কাঁদতে বসি
জলের সাথে জল মিলে যায়
জলছবিটা আলতো ছোঁয়ায়
আমায় ডাকে,আয় কাছে আয়