ছোট ছোট শব্দ দিয়ে তৈরী নৈঃশব্দ
অঝোরে নামায় বৃষ্টি
অশান্ত মন খোঁজে বিশ্বাস
যতদূর যায় দৃষ্টি
ভালোলাগা ভালোবাসা
শুধু সাপলুডো খেলা ?
চোখেমুখে উত্তুরে হাওয়া আর
পোষাক বদলের পালা ?
মরসুমি পাখি ছবি এঁকে যায়
খোলা আকাশী নীলিমায়
অন্ধ পথিক দেখে না কিছুই
স্বপ্নে অথবা কল্পনায়
খসে পরা আঁচলের ক্যানভাসে
সুষ্ক ফুলেরা কাঁদে
দিকভোলা জ্যোৎস্না কাঁপে
নীরব আর্তনাদেত
তবু মৌনতা খোঁজে শব্দ,
খোঁজে অচেনা আলোর বৃত্ত
মানবীর খোঁজে অবসন্ন মন,
চক্ষুযুগল জলসিক্ত
বৃষ্টিতে ভেজে প্রেম
শীতল হতে চায় চপলতা
নৈঃশব্দের সমাপ্তিতে
শুধু প্রেম, শুধু কথা