লিখতেই যদি হয়,আমার কথা লেখো
আমাকেই দাও ছন্দ, শব্দ
আমাকে উপহার দাও দুটি পাখা
উড়ে যাই দুরে কোথাও, যেখানে
শুধু আছ তুমি আর তোমার কবিতা
দু'পশলা বৃষ্টি নিয়ে আসো আর
ভিজিয়ে দাও আমার শুস্কতা
আমাকে রং তুলিতে মুড়িয়ে
সবুজ বাগানে সাজিয়ে রাখো
যাকে দেখবে শুধু তুমি আর তোমার উষ্ণতা
ডিঙি নৌকায় নিয়ে চল আমাকে
নীল মহাসাগরের ওপারে
সযত্নে সাজাও আমায়
হলুদ জ্যোৎস্নার আড়ালে ভালোবাসো,সিক্ত নীরব দ্বীপে
সৃষ্টি করো উন্মাদ ঝড়
হাত ধরাধরি করে সেই ঝড়ে
স্বর্গসুখের নৃত্যে মাতুক
আদম্ আর ইভ্